জামালপুর সদরের তুলসীপুরে ১৩ বছর বয়সী কিশোরী ধর্ষণের শিকার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক।। 

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলশিপুর বাজার এলাকায় ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সিএনজি চালিত অটোরিকশা চালক লাল মিয়া পালিয়ে গেছে। শুক্রবার ১৪ মার্চ সকালে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোরী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে নির্যাতনের শিকার কিশোরীর বাবা সুমন মিয়া জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে তার মেয়ে খেলাধুলা করছিল। সময় কৌশলে মেয়েটিকে ডেকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন একই এলাকার অটোরিকশাচালক লাল মিয়া। মুখ চেপে ধরায় চিৎকার করতে পারেনি ওই কিশোরী। বিষয়টি প্রতিবেশী কয়েকজন মহিলা টের পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। সময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান লাল মিয়া। পরে বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনাটি জানায় নির্যাতনের শিকার প্রতিবন্ধী ওই কিশোরী। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

অভিযুক্ত লাল মিয়ার বাড়ী সদর উপজেলার জামতলী এলাকায়। দীর্ঘদিন থেকে তিনি তুলশীপুর এলাকায় শশুর বাড়ীতে বসবাস করেন। ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কিশোরীর পরিবার স্থানীয়রা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ধর্ষণ চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে হাসপাতালে গিয়ে কিশোরীর খোঁজ-খবর নেওয়া হয়েছে। চিকিৎসক ওই কিশোরীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, অভিযুক্তকে গ্রেপ্তারে একটি টিম মাঠে কাজ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!