জামালপুরে ট্রাক চাপায় তরুণ নিহত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক।।

জামালপুরে ট্রাক চাপায় অংকন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকালে শহরের বিসিক শিল্প নগরীর সামনের নতুন বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অংকনের বাড়ি জামালপুর সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়নের টিবয়েলপাড় কাঁচাসড়া গ্রামে। তিনি হুমায়ূন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক বাইপাস এলাকায় রাস্তার পাশে অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা খবর দিলে জামালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে জামালপুর থানার ওসি (তদন্ত) আবু ফয়সল মোঃ আতিক জানান- ‘আমাদের পুলিশ এখনো ঘটনাস্থলে আছেন। ময়নাতদন্তের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আর ট্রাকটি জব্দ হলেও এর চালক পালিয়ে গেছে। আমরা চালককে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)