তারাগঞ্জে এসএস হজ্ব কাফেলার পূনর্মিলনী-আলোচনা সভা ও দোয়া মাহফিল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ছাইদুর রহমান \ 

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তারাগঞ্জ বাজার এলাকায় এস.এস হজ্ব কাফেলার উদ্যোগে পূনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার তারাগঞ্জ বাজার সংলগ্ন হাসানুল উলুম গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গনে এই পূনর্মিলনী, সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন হাফেজ তাইস হাসান। গজল গেয়ে শুনান হাফেজ পারভেজ ইকবাল ও আব্দুর রহিম জিহাদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কন্ওয়ে ট্রাভেলস্ এন্ড ট্যুরস লিমিটেডের পরিচালক আব্দুল আলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আলহাজ্ব মাওলানা জাফর আহমেদ, নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো: বাহাজ উদ্দিন, নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোজাফফর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নোমান, নরুন্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মুফতী সুহাইল আহম্মেদ। সমগ্র অনুষ্ঠানের দিক নির্দেশনা ও সার্বিক দায়িত্ব পালন করেন জামালপুর এসএস হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা শরিফ আহমদ। সভায় বক্তারা অভিমত প্রকাশ করে বলেন, জামালপুর এস.এস হজ্ব কাফেলা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে অত্র সংগঠন সৌদি আরবে পবিত্র হজ্ব ও উমরাহ সেবা দিয়ে আসছে। আপনার নিশ্চিন্ত মনে এসএস হজ্ব কাফেলার মাধ্যমে পবিত্র হজ্ব ও উমরাহ পালনে যেতে পারেন। সভা ও দোয়া মাহফিলে জামালপুর সদর, ইসলামপুর, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী, শেরপুর, মুক্তাগাছা, মধুপুর, ধনবাড়ী থেকে আগত হাজ্বীগণ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা, উপজেলা এবং জামালপুর সদরের ১৫ ইউনিয়ন থেকে আগত জামায়াতের আমীর, সভাপতি ও সেক্রেটারিগণ, ডাক্তার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, এলাকার সুধীজন এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লি উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)