ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্ত্বর

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক \ 

জামালপুরের নান্দনিক সৌন্দর্যের বিজয় চত্ত্বরের মূল স্তম্ব ভেঙে ফেলা হচ্ছে। সেখানে স্থাপন করা হবে জুলাই শহীদদের স্বরণে জুলাই শহীদ স্মৃতি স্তম্ব।

আজ সকাল থেকে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের শেখের ভিটার স্থাপনাটি ভাঙা শুরু হয়।

জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সারাদেশের মত জামালপুরেও স্থাপন করা হবে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ। সে কারণে জামালপুরের গুরুত্বপূর্ণ পয়েন্ট বিজয় চত্ত্বরে স্থাপনাটি ভাঙা হচ্ছে৷

৪ কোটি ৯৬ লাখ টাকা খরচ করে ২০২৩ সালে এই স্থাপনাটি তৈরি করেছিলো আওয়ামী লীগ সরকার৷ সে সময় স্থাপনাটির নাম দেওয়া হয়েছিলো মির্জা আজম চত্ত্বর।

এর আগে গত ৩ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)