সরিষাবাড়ীতে আরএইচডিও'র উদ্যোগে বকনা বাছুর বিতরণ
জুলাই ২৩, ২০২৫
0
সরিষাবাড়ী প্রতিনিধি ।।
জামালপুরের সরিষাবাড়ীতে রিগ্যাল হাউজহোল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরএইচডিও)-এর উদ্যোগে বিনামূল্যে ৫টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে পাঁচজন অসহায় ও দুঃস্থ ব্যক্তিকে এসব প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহছেন উদ্দিন। এ সময় আরএইচডিও'র সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক ও নির্বাহী পরিচালক মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অসহায় লোকজন বকনা বাছুর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আরএইচডিও'র প্রতি কৃতজ্ঞতা জানান।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন