নিজস্ব প্রতিবেদক \
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামে অবস্থিত “১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভেঙে পড়ায় অল্পের জন্য শিক্ষক ও শিক্ষার্থীরা রক্ষা পেল” শিরোনামে গত ৭ আগষ্ট দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার ওয়েবসাইটে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর সংবাদটি নজরে আসে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলামের। তিনি তাৎক্ষণিকভাবে উক্ত বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং পাশাপাশি কেন্দুয়া ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদকে বিদ্যালয়টি পরিদর্শনের নির্দেশ দেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশ মোতাবেক গত ৭ আগস্ট বিকেলে বিদ্যালয়টি পরিদর্শন করেন।
তিনি পরিদর্শন শেষে বিদ্যালয়ের পরিদর্শন বহিতে উল্লেখ করেছেন, ১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি ভবন রয়েছে। ১নং ভবনটি টিনসেড, যা ১৯৬২ সালে নির্মিত। এতে ৬টি কক্ষ রয়েছে। ২নং ভবনটি (একতলা), যা ১৯৯৩ সালে নির্মিত। এতে ৩টি বড় কক্ষ এবং ১টি ছোট কক্ষ রয়েছে। ২নং ভবনের প্রত্যেকটি কক্ষে স্থানে স্থানে ফাটল ধরেছে, রড বের হয়ে গেছে, ছাদ চুয়ে পানি পড়ে। যে কোনো সময় ভবনের যেকোনো অংশ খসে পড়ার আশঙ্কা রয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা রয়েছে। সে মোতাবেক ২নং ভবনে পাঠদানসহ সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। অপরদিকে ১নং ভবনের কক্ষগুলি মেরামত, সংস্কার করে পাঠদানসহ সকল কার্যক্রম পরিচালনা করবেন এই মর্মে, প্রধান শিক্ষক ও সকল শিক্ষিকাকে নির্দেশ দিয়েছেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন