সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে হতে বর্ণাঢ্য র্যালী পরবর্তী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ আয়োজনের মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ, দেশি মাছের উৎপাদন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে। “মাছে ভাতে সমৃদ্ধ বাংলাদেশ” গঠনের প্রত্যয়ে শেরপুর জেলা প্রশাসন সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে জানায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন। সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক প্রণব কুমার কর্মকার।
আরো উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জামায়েত ইসলামী শেরপুর জেলার শুরা সদস্য আলহাজ্ব জাকারিয়া আব্দুল বাতেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামুনুর রহমান মামুন। ও অন্যান্য কর্মকর্তাগণ। বিভিন্ন মৎস্য খামারের খামারিরা ও মৎস্যজীবীরা তাদের মতামত ব্যক্ত করেন এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন