২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা ও কৃষি প্রণোদনা কর্মসূচীর অংশ হিসেবে জামালপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ ১১ সেপ্টেম্বর জেলা অভিমুখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পসমূহে বিনামূল্যে মোট ৫০০টি ফলদ গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন করেন। বিতরণকৃত চারার ভিতরে রয়েছে নারিকেল ৩০টি, তাল ৩০টি, আম ৭৫টি এবং নিম, জাম, বেল ও কাঠাল মিলিয়ে ৩৬৫টি, মোট ৫০০টি চারা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। সরকারি সূত্রে জানানো হয়েছে, এ কর্মসূচির উদ্দেশ্য হলো বিজিবি ক্যাম্প, বিএডিসি ও বিএআরআই পরিচালিত এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্পের অকৃষি বা অব্যবহৃত জমিগুলোকে আবাদযোগ্য জমির আওতাভুক্ত করে উৎপাদনশীলতা বাড়ানো। কর্তৃপক্ষ বলেছে যে, স্থানীয় পর্যায়ে পরিচর্যা ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে এসব চারা ভবিষ্যতে পরিবার-পরিজন ও সম্প্রদায়ের আয় বাড়াতে সহায়ক হবে।
জামালপুর ৩৫ ব্যাটালিয়নের পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে যে উক্ত চারাগুলো ৩৫ ব্যাটালিয়ন ও সংশ্লিষ্ট বিজিবি প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে এবং এরপর ক্যাম্প পর্যায়ে চারা রোপণ ও পরিচর্যার জন্য স্থানীয় পর্যায়ে সমন্বয় করা হবে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলিয়ে এ ধরনের উদ্যোগ চলমান রাখার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে স্লোগান হিসেবে থাকছে “কৃষিই সমৃদ্ধি।” এ কর্মসূচি কৃষি পুনর্বাসন ও স্থানীয় খাদ্য নিরাপত্তা মজবুত করার একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আঞ্চলিক স্তরে ছোটখাটো কৃষিপ্রকল্প ও গৃহায়িত বাগান প্রেমীদের উৎসাহিত করবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন