নকলায় ৫টি পাখি ধরার ফাঁদ জব্দ, ৭ পাখি অবমুক্ত

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।। 
শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ৫টি পাখি ধরার ফাঁদ জব্দ করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এ সময় ফাঁদ থেকে উদ্ধার করা ৫টি কানি বক ও ২টি শালিক অবমুক্ত করা হয় প্রকৃতিতে।
বন্যপ্রাণী ও দেশীয় পাখিসহ সব ধরনের বন্যপ্রাণী ধরা, মারা, দখলে রাখা ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত পাখিগুলোকে অবমুক্ত করার পাশাপাশি উপস্থিত জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার। এ সময় জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)