শেরপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর অংশ হিসেবে শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে শহরের জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন শেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জিন্নত আলী ও রফিক মজিদ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ ও ক্রীড়ানুরাগীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত খেলোয়াড়দের মধ্যে বাছাই করে মোট ৩০ জন (বালক ও বালিকা)কে এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে বিভাগীয় দল গঠনের জন্য সেরা প্রতিভাবানদের বিভাগে প্রেরণ করা হবে।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সরোয়ার জাহান পপলিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)