জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানি করার দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ওই বিদ্যালয়ে গিয়ে এ কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম জিনাত শহীদ পিংকি। দণ্ড পাওয়া সজল মিয়া (২৩) জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি এলাকার বাসিন্দা বুইদার পুত্র। তিনি পেশায় অটোরিকশা চালক। বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন বলেন, গত মঙ্গলবার সজলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে জামালপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সামনে আবার ছাত্রীদের যৌন হয়রানি করেন সজল। এ সময় তাকে আটক করে শিক্ষার্থীরা। খবর পেয়ে ইউএনও জিন্নাত শহীদ পিংকি বিদ্যালয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সজলকে ছয় মাসের কারাদণ্ড দেন। এ সময় জামালপুর সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন ও বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির দায়ে যুবকের ৬ মাসের জেল
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন