টানা কয়েক দিনের ভারী বর্ষণ আর ভারতের পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে উপজেলা সদর বাজারসহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাঁধ ভাঙার পর পানির তীব্র স্রোতে অন্তত পাঁচটি ঘর ভেঙে যায় এবং খৈলকুড়া বাজার এলাকায় আরও ১০টি কাঁচা ঘরবাড়ি পানিতে ভেসে যায়। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, দুপুর থেকে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়তে থাকে। এক পর্যায়ে মহারশি নদীর বাঁধ ভেঙে লোকালয় ও উপজেলা সদর বাজারে পানি ঢুকে পড়ে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
কৃষি বিভাগ জানিয়েছে, আকস্মিক পাহাড়ি ঢলে উপজেলার প্রায় ১১৩ হেক্টর রোপা আমন আবাদ পানির নিচে নিমজ্জিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “প্লাবিত এলাকা ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার মজুত আছে এবং পানিবন্দি মানুষদের উদ্ধারে রেসকিউ টিম , ফায়ার ব্রিগেড উদ্ধার কাজে নিয়োজিত ও প্রস্তুত রাখা হয়েছে।”

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন