ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুরসহ সারা দেশের পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহণে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইড সম্মেলন কক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, পূজা মণ্ডপ ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধসহ সামগ্রিক প্রস্তুতি বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।
শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম সম্মেলন কক্ষ থেকে Cisco Video Conferencing System-এর মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ডিআইও-১ খন্দকার মোঃ শহীদুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দেশব্যাপী নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতির কথা জানানো হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন