শেরপুরে পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত আহ্বায়ক কমিটি বিএনপির সদস্য সচিব সাথে শুভেচ্ছা বিনিময়

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে।
গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহবায়ক রমেশ দত্ত, সিনিয়র যুগ্ম আহবায়ক নয়ন বিশ্বাস বৈষ্ণব, সদস্য সচিব অধ্যক্ষ এস-সাহা আনন্দের স্বাক্ষরিত অনুমোদিত ৫৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন রনজীৎ সিংহ রায় এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন স্বপন শীল। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলক কুমার নন্দী, অমিত চন্দ্র পাল, রবি চন্দ্র সূত্রধর, প্রতাব সিংহ রায়, বিপলু নন্দী, লিটন দত্ত, প্রদীপ চক্রবর্তী, লিটন সূত্রধর, সুভাস চন্দ্র বিশ্বাস, বাপ্পি বিশ্বাস ও শান্ত বর্মন। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রাজন চন্দ্র দাস। 
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গোৎসবসহ সকল ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ নবগঠিত কমিটির নেতৃত্বকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর এটি একটি সহযোগী সংগঠন। সে সময় উপস্থিত ছিলেন শেরপুর শহর বিএনপির সদস্য সচিব মোঃ জাফর আলী

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)