বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মহড়া ও প্রদর্শনী উপস্থাপন করেন। এসব প্রদর্শনীতে দুর্যোগের সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও উদ্ধারকাজের প্রস্তুতি বিষয়ক নানা দিক তুলে ধরা হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সহকারি কমিশনার ভূমি আসমা -উল- হুসনা সভাপতিত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস, বকশীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল, সাংবাদিক আশরাফুল হায়দার, জিএম সাফিউর রহমান মেজর, জি এম ফাতিউল ইসলাম বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি প্রমুখ। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)