ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ ও এস আলম গ্রুপের অর্থ কেলেঙ্কারির প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোখলেসুর রহমান জীবন। তিনি বলেন, “২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ব্যাংকটিকে নিজেদের দখলে নিয়ে ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করেছে। ২২ হাজার কর্মকর্তার মধ্যে অদক্ষ ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হাজার হাজার কর্মচারীর মাধ্যমে তারা ৭৫ হাজার কোটি টাকারও বেশি লুটপাট করেছে।”
তিনি অবিলম্বে এস আলম গ্রুপের প্রধানকে গ্রেফতার এবং অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্তের দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন অধ্যাপক সফি আলম চান, শেরপুর শহর জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল ডা. হাসানুজ্জামান, আশরাফুজ্জামান মাসুদ, মাওলানা আব্দুল সোবহানসহ অন্যান্য গ্রাহক প্রতিনিধি।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের ভাবমূর্তি পুনরুদ্ধারে গ্রাহকদের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক অংশগ্রহণ করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন