এনসিপি আসছে “গেম চেঞ্জার” ভূমিকায়, সরকার গঠনে রাখবে প্রভাব: সারজিস আলম

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় নির্বাচনে “গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীর” ভূমিকায় থাকবে বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, “এনসিপি এবার নির্ধারণ করবে কে সরকার গঠন করবে।”
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “এনসিপি কোনো আসন ভাগাভাগির স্বার্থে রাজনৈতিক জোটে যাবে না। তবে যদি কোনো পক্ষ প্রকৃত পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় এবং তা কাজে প্রমাণ করে, তাহলে দেশের স্বার্থে নির্বাচনী জোট বিবেচনা করা হতে পারে। কিন্তু যদি এগুলো কেবল কথার ফুলঝুড়ি হয়, তাহলে এনসিপি এককভাবেই নির্বাচনে অংশ নেবে।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, জোটে গেলেও এনসিপি নিজেদের প্রতীক ‘শাপলা’ ব্যবহার করেই ভোটে অংশ নেবে, অন্য কোনো প্রতীকে নয়।
শাপলা প্রতীক না পেলে নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে সারজিস আলম জানান, “আমরা নির্বাচন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি, এবং কেউই শাপলা প্রতীক ব্যবহারে কোনো আইনগত বাধা আছে বলে জানাননি। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা বিশ্বাস করি স্বাধীন নির্বাচন কমিশন কোনো দলের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করবে না। তাই আমরা নিশ্চিত—শাপলা প্রতীকেই ভোটে অংশ নেবো।”
এ সময় তিনি পিআর (প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি) প্রসঙ্গেও মত দেন। বলেন, “এনসিপি উচ্চকক্ষে পিআর চায়, কিন্তু নিম্নকক্ষে নয়। উচ্চকক্ষে পিআর পদ্ধতির কার্যকারিতা ও বাস্তব প্রয়োগ পরীক্ষা করে দেখা উচিত। এটি দেশের জন্য উপকারী প্রমাণিত হলে ভবিষ্যতে জনগণের চাহিদার ভিত্তিতে নিম্নকক্ষেও তা বিবেচনা করা যেতে পারে।”
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)