“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের কক্ষে অনুষ্ঠিত সভায় শিক্ষা উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা, নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার উপায় এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষক সমাজই জাতি গঠনের মূল কারিগর। তাঁদের আন্তরিকতা, পরিশ্রম ও দিকনির্দেশনা ছাড়া সমৃদ্ধ জাতি কল্পনা করা সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জাহিদ হাসান প্রিন্স শেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রেজওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সভায় শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন