ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘুঘুরাকান্দি ক্রিকেট একাডেমির উদ্যোগে এক বিশাল “নাইট ক্রিকেট টুর্ণামেন্ট” অনুষ্ঠিত হয়ে গেল।
২৮ নভেম্বর ২০২৫ খ্রি., রোজ শুক্রবার, বিকাল ৩ ঘটিকায় শেরপুর জেলা সদর ঘুঘুরাকান্দিতে টুর্নামেন্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য, ২নং ওয়ার্ড— মোঃ সোহেল রানা।
এমপি পদপ্রার্থী মাসুদের উপস্থিতিতে আয়োজন জমে ওঠে।
দিনটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এমপি পদপ্রার্থী— মোঃ শফিকুল ইসলাম (মাসুদ)।
স্থানীয় ক্রীড়া ও তরুণ সমাজের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রত্যাশা টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করে। আয়োজক এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি তরুণ খেলোয়াড়দের উৎসাহ দেন এবং খেলাধুলার বিস্তারে সহযোগিতার আশ্বাসও ব্যক্ত করেন।
টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সাবেক আহ্বায়ক, ১৪নং বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়ন বিএনপি— মোঃ হাবিজুর রহমান লাল মিয়া।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক উৎসবমুখর আয়োজনে। তরুণ খেলোয়াড়দের দক্ষতা, উদ্যম, পরিশ্রম ও খেলাধুলার প্রতি ভালোবাসা পুরো মাঠজুড়ে সৃষ্টি করে অনন্য চেতনা।
ধন্যবাদান্তে,
ঘুঘুরাকান্দি ক্রিকেট একাডেমি


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন