পানি উন্নয়ন বোর্ডের পুকুর থেকে মাছ লুট করে পদ হারালো বিএনপি নেতা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

এসএম আপেল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের অফিসের অভ্যন্তরে পুকুর থেকে দলবল নিয়ে মাছ লুট করে পদ হারিয়েছে এক বিএনপি নেতা। জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ওই নেতার নাম এসএম আপেল মাহমুদ।

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরুন হাসান কাজল ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অব্যাহতি দেয়া  হয়।

শনিবার (২৯ মার্চ) দুপুরে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে মাছ লুটের ঘটনায় অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭নং ওয়ার্ড  শাখার কোষাধ্যক্ষ এস.এম আপেল মাহমুদকে দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার কারণে তাকে দলীয় সকল কর্মকান্ড থেকে সাময়িকভাবে অব্যহতি প্রদান করা হলো।

ওয়ার্ড বিএনপির সভাপতি তরুন হাসান কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

জানা গেছে, শনিবার ভোর ছয়টার দিকে আপেল মাহমুদ দশ বারোজনকে সঙ্গে নিয়ে পানি উন্নয়ন বোর্ডের অফিস সংলগ্ন পুকুরে মাছ লুট করতে  যায়। একেতো রোজা তারপর আবার ছুটির দিন হওয়ায় অফিসের কর্মকর্তা কর্মচারীরা টের পাওয়ার আগেই তারা মাছ লুট করে  চলে যায়। মাছ লুট করে ফেরার সময় আশেপাশের মানুষের নজরে পড়লে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় জামালপুর শহরে তোলপাড় তৈরি হলে অভিযুক্ত আপেলকে দ্রুত পদ থেকে অব্যাহতি দেয় ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক। জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিব উদ্দিন জানান, দশ বারোজন লোক ভোরে অফিস সংলগ্ন পুকুর থেকে মাছ লুট করে নেয়ার ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, এখনও অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!