সানন্দবাড়ীতে পানিতে পড়ে শিশু মৃত্যু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুরের দেওয়ানগঞ্জে পানিতে ডুবে আয়েশা সিদ্দিকা নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা সিদ্দিকা পল্লী চিকিৎসক নজরুল ইসলামের দ্বিতীয় মেয়ে। সে দক্ষিণ মকিরচর হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, শনিবার দুপুরে শিশু আয়েশা সিদ্দিকা সবার সাথে বাড়ির পাশে সুতারের বিলে মাছ ধরতে যায়। সবার অজান্তে বিলের মাঝখানে গভীর গর্তের পানিতে পড়ে যায়। আয়েশা সিদ্দিকা কিনারায় না ওঠায় পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে সানন্দবাড়ী উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা সিদ্দিকাকে মৃত ঘোষণা করেন।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের ডোবাই মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!