জামালপুরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বেসরকারি সংগঠন ইউনাইটেড ক্লাব। 

শনিবার (২৯ মার্চ) বিকালে শহরের নয়াপাড়া এলাকায় খেলাধুলা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ইউনাইটেড ক্লাব এর আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষের২০০জন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এর সাবেক পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান,অতিথি, সমাজসেবক ও খেলোয়াড় সংগঠক জিল্লুর রহমান তরফদার রিপন,ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল- আমিন তরফদার নূপুর, জহুরুল ইসলাম সহ আরো অনেকেই। 

ঈদ সামগ্রী বিতরণের সময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের পরে হৃদয়ে আনন্দর বার্তা দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্রতা রক্ষায় সকলের মাঝে আনন্দ ভাগাভাগি করে দেয়ার যে সুযোগ হতদরিদ্রদের মাঝে ইউনাইটেড ক্লাব করেছে তার জন্য সত্যিকার অর্থেই প্রশংসনীয়। এই ধরনের কাজ সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে এলে দেশ একটি সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!