সরিষাবাড়ীতে স্বপ্ননীল বিনোদন পার্কে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামস্থ বিনোদনমূলক ওয়াটার পার্ক "স্বপ্ননীল"-এ পবিত্র ঈদুল আজহার র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় স্বপ্ননীল পার্কে র‌্যাফেল ড্র পরিচালনা করেন পার্কটির স্বত্ত্বাধিকারী বিএনপি নেতা রূহুল আমিন সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মুখলেসুর রহমান শাহীন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীরসহ সাংবাদিক, দর্শনার্থী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বপ্ননীল পার্কের স্বত্ত্বাধিকারী রূহুল আমিন সেলিম জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দর্শনার্থীদের জন্য র‌্যাফেল ড্র আয়োজন করা হয়। লটারির মাধ্যমে বিজয়ী প্রথম পুরস্কার ওয়ালটন ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, তৃতীয় পুরস্কার অ্যান্ড্রয়েড মোবাইল, চতুর্থ পুরস্কার রাইস কুকার এবং পঞ্চম পুরস্কার ডিনার সেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)