নান্দিনার ৯নং রানাগাছা ইউপির প্যানেল চেয়ারম্যান নিযুক্ত হলেন উজ্জল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

কেরামত উল্লাহ উজ্জল

ছাইদুর রহমান \ 

জামালপুর সদর উপজেলার নান্দিনাস্থ ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদ (ইউপি) পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কেরামত উল্লাহ উজ্জল। গত ১৭ জুন মঙ্গলবার স্মারক নং ০৫.৪৫.৩৯০০.০১৪.৩৩.০০৪.২৩.৩১৬ এর মূলে জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম স্বাক্ষরিত এক পত্রে কেরামত উল্লাহ উজ্জলকে ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেন।

স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, জামালপুর সদর উপজেলার ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল জলিল ধীর্ঘদিন যাবৎ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বিধায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য উক্ত ইউনিয়ন পরিষদের ১২জন ইউপি সদস্য/সদস্যাদের সম্মতির প্রেক্ষিতে কেরামত উল্লাহ উজ্জল, ইউপি সদস্য ৭নং ওয়ার্ড, ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদ (প্যানেল চেয়ারম্যান-১)কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পনের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর কর্তৃক সুপারিশের প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩(২) ৩৩ (৪), ১০১ ও ১০২ধারা অনুযায়ী এবং স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা এর ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.১৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর পরিপত্রে ২নং অনুচ্ছেদ অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ জনাব কেরামত উল্ল্যাহ উজ্জলকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হলো।

এ প্রসঙ্গে কেরামত উল্লাহ উজ্জল তার প্রতিক্রিয়ায় জানান, আমাকে সমর্থন করে গত প্রায় দুই মাস আগে নান্দিনাস্থ ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদ হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতৃবৃন্দ, ইউপি সদস্য, সদস্যাবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। প্যানেল চেয়ারম্যান হিসেবে সবাই আমাকে সমর্থন করেন। কিন্তু কতিপয় ব্যক্তি বাধাহয়ে দাঁড়ায়। যে কারণে বিষয়টি মিমাংসা হতে কিছুটা বিলম্ব হয়েছে। অবশেষে সকল জল্পনা, কল্পনা ও বাধাবিপত্তি পেরিয়ে জেলা প্রশাসক মহোদয় আমাকে (কেরামত উল্লাহ উজ্জলকেই) ৯নং রানাগাছা ইউপির প্যানেল চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করায় মাননীয় জেলা প্রশাসক, মাননীয় ইউএনও মহোদয়সহ সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি সব সময় আপ্রাণ চেষ্টা করবো ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদের দায়িত্ব সঠিকভাবে পালন করার। এজন্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।   


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)