জামালপুর সাব রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে ভোরে দলিল জমা নেওয়ার অভিযোগ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মো. আলমগীর।
জামালপুরে সদর সাব রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে ভোরে অফিসের সামনে বকুল গাছের নিচে দালাল চক্রের মাধ্যমে দলিল জমা নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে সাব রেজিস্ট্রার অফিসের সাধারণ দলিল লেখকরা এবং জমি ক্রয়-বিক্রয় করতে আসা একাধিক ব্যাক্তি এ অভিযোগ করেন।
নাম প্রকাশ না করা শর্তে এক সাধারণ দলিল লেখক বলেন, আমরা দীর্ঘদিন ধরে জামালপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত আছি এবং সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছি। ইদানিং আমরা লক্ষ্য করছি যে, কিছু অসাধু দলিল লেখকের সহকারীরা সদর সাব রেজিস্ট্রার অফিস নিয়ন্ত্রণ করছে। এদের হাত থেকে সাধারণ দলিল লেখকরা রেহাই পেতে চায়। সাধারণ দলিল লেখকরা সকাল ৮ টার দিকে এসে কোন দলিল জমা দিতে পারে না। এতে করে সাধারণ মানুষের দলিল রেজিষ্ট্রি করা সম্ভব হয় না।
সকালে দলিল জমা নেওয়ার কারণে সাধারণ মানুষ জমি বিক্রি করতে এসে বা জমি ক্রয় করতে এসে ভোগান্তির শিকার হন। দিনের দলিল দিনে করা সম্ভব হয় না। এতে করে সাধারণ মানুষের অনেক ভোগান্তি পোহাতে হয়। সকাল ৮টা বা ৯টার দিকে জমির দলিল জমা দিতে গেলে সাব রেজিস্ট্রার অফিস সহকারীরা দলিল জমা নেয় না। তারা বলে আজকের মতো দলিল জমা নেওয়া শেষ। সাব রেজিস্ট্রার সাহেব সপ্তাহে চারদিন জামালপুর সাব রেজিস্ট্রার অফিসে বসেন। এই চারদিনে সব দলিল করা সম্ভব হয় না। এতে করে সরকার অনেক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান তারা।


জমি বিক্রি করতে আসা একাধিক ব্যাক্তি অভিযোগ করে বলেন, আমরা অনেক দূরদূরান্ত থেকে সাব রেজিস্ট্রার অফিসে আসি জমি বিক্রি করার জন্য। এসে শুনি আজকে দলিল করা সম্ভব না। টাকার জন্য জমি বিক্রি করতে এসে যদি সময়মতো জমি বিক্রি করতে না পারি তাহলে জমি বিক্রি করে লাভ কি? আমরা কাজের মানুষ প্রতিদিন তো আর আসা আমাদের পক্ষে সম্ভব না। সব কাজকর্ম ফেলে রেখে আমাদের আসতে হয়। আমরা যাতে দিনের দলিল দিনে করতে পারি সে-বিষয়ে সাব রেজিস্ট্রার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।


সাব রেজিস্ট্রার মহসিন উদ্দিন আহমেদ বলেন, আমাদের এই সরকারি অফিস সকাল ৯টার দিকে খোলা হয়। অফিসের স্টাফরা সকাল পৌণে ৯টা থেকে ৯ টার মধ্যে অফিসে প্রবেশ করেন। দলিলগুলো সকাল ১০টার দিকে সাবমিট করে। আমি সকাল ১০টার দিকে এজলাসে বসি। বসার পর যে দলিলগুলো সাবমিট হয় আমি ধারাবাহিকতার সাথে সেই দলিলগুলোর কাজ করি।
সকালবেলা বা ভোরবেলা যে দলিল অফিসের বাইরে জমা নেওয়া হয় সে-বিষয়ে তিনি বলেন, আমার জানা মতে এই অফিসের কোন স্টাফ সেটা করার কথা নয়। যদি করে থাকে বা স্টাফদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকে তবে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সকালে যদি দলিল লেখক বা কোনো পক্ষ এসে অফিস কমপ্লেক্সের বাইরে দলিল জমা করে থাকে সেটার সাথে আমাদের অফিসের কোন প্রকার সম্পৃক্ততা নেই। অফিসের যে সময় আছে সেই সময়ের মধ্যে যে দলিলগুলো দাখিল হয় আমরা সেই সিরিয়াল অনুযায়ী কাজ করে শেষ করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)