![]() |
ফাইল ছবি |
ছাইদুর রহমান \
জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, খড়খড়িয়া রুমিজা মমিন বালিকা উচ্চ বিদ্যালয়, নান্দিনা মডেল একাডেমী, রণরামপুর উচ্চ বিদ্যালয় এবং রণরামপুর আরকেডিএইচ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় লেখাপড়ার ক্ষেত্রে বরাবরই ভালো রেজাল্টের রেকর্ড রয়েছে। কিন্তু এবার-২০২৫ এ অত্র বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফলাফল খুব একটা ভালো করেনি। অত্র প্রতিষ্ঠান থেকে এবার মোট ১২২জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছিলো। এরমধ্যে পাশ করেছে ১১৭জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭জন। ফেল করেছে ৫জন। বিদ্যালয়ের অতীত রেকর্ড মোতাবেক এই ফলাফল মোটেও সন্তোষকজন নয় বলে জানিয়েছেন অনেকেই।
নান্দিনা মডেল একাডেমী \ জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা মডেল একাডেমী থেকে এবার ২০২৫ সনে মোট ৭১জন ছাত্র এস এসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাশ করেছে ২৩জন। পাশের হার ৩২.৩৯%। অত্র বিদ্যালয় থেকে কোনো জিপিএ-৫ নেই। নান্দিনা মডেল একাডেমীর কারিগরি শাখা থেকে এবার মোট ৫৭জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৯জন।
রমিজা মমিন বালিকা উচ্চ বিদ্যালয় \ জামালপুর সদর উপজেলার নান্দিনার অদূরে খড়খড়িয়া রুমিজা মমিন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার ২০২৫ সনে মোট পরীক্ষার্থী ছিলো ৭৪জন। এর মধ্যে পাশ করেছে ৫০জন। পাশের হার ৬৭.৫৭। জিপিএ-৫ পেয়েছে ১জন।
রণরামপুর আরকেডিএইচ বালিকা স্কুল \ জামালপুর সদর উপজেলার রণরামপুর আরকেডিএইচ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার ২০২৫ সনে মোট ৩৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৩২জন। পাশের হার ৯১.৪৩। অত্র বিদ্যালয় থেকে কোনো জিপিএ-৫ নেই।
রণরামপুর উচ্চ বিদ্যালয় \ জামালপুর সদর উপজেলার রণরামপুর উচ্চ বিদ্যালয়ে এবার ২০২৫ সনে মোট ৯২জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৮০জন। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৮৬.৯৬।
নান্দিনা নেকজাহান স্কুল এন্ড কলেজ \ জামালপুর সদর উপজেলার প্রাচীণ নারী বিদ্যাপীঠ নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এবার-২০২৫ মোট ১৬৮জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ১৩৭। জিপিএ-৫ পেয়েছে ২১জন। পাশের হার শতকরা ৮১.৫৫।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন