জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ৭ জন বাংলাদেশি নাগরিককে ‘পুশ ইন’ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানুয়া কামালপুর ইউনিয়নের ১০৮৩ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোররাতে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন এলাকাবাসী। এরপর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোর্পদ করে।
আটককৃত ব্যক্তিরা হলেন: বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পাটমারা গ্রামের মোহাম্মদ বেলায়েত খান (৫৫) ও তার ছেলে মোহাম্মদ ইসলাম (২২)। ফরিদপুর জেলার মোকসেদপুর উপজেলার বগাইল গ্রামের তাসলিমা (৫০) ও তার ছেলে কুরবান আলী (২৫)।খুলনা জেলার খালিশপুর উপজেলার নূর নগর বিশ্বাসপাড়ার সুমি আক্তার (৩০) ও তার বোন রুমি আক্তার সোহাগী (২০)। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা গ্রামের মায়া (৩২)।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব মিয়া বলেন, ভোর ৪টার দিকে আমার ভাতিজা ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সীমান্ত এলাকায় কিছু লোককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে আমাকে জানালে আমি গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শকের আহাম্মেদ জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের নাম-ঠিকানা পাওয়া গেছে। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতের বিভিন্ন শহরে পাড়ি জমিয়েছিলেন। ভারতীয় কর্তৃপক্ষের ধরপাকড়ের মুখে পড়ে তারা দেশে ফেরত পাঠানো হয়েছে। পরিচয় যাচাই করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন