হাজীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষার মান-উন্নয়ন বিষয়ক অভিভাবকদের সাথে পরামর্শমূলক সভা ও দরিদ্র তহবিল উদ্বোধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


মোঃ আতাউর রহমান সানি \

জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষার মান-উন্নয়ন বিষয়ক অভিভাবকদের সাথে পরামর্শমূলক সভা ও দরিদ্র তহবিল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ১২ জুলাই শনিবার সকালে হাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়েজন করা হয়। এতে প্রধান অতিথি'র বক্তব্য দেন, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক। এ সময় জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মোঃ আতিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো: নজরুল ইসলাম, জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লিয়ন, সহ-সভাপতি মাহবুবুর রহমান জিলানী, মেস্টা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস সামাদ ছানা, সাধারন সম্পাদক আব্দুল্লাহ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, হাজীপুর উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক এ.কে.এম সাজেদুল হক, হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা আহবায়ক ও হাজীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মীর ইসহাক হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, শুধু পুলিশের পোষাক পড়লেই পুলিশ হওয়া যায় না। পুলিশ হতে হলে মানবিক কাজ করতে হবে। মানুষের আস্থা-বিশ্বাস এবং ভালোবাসায় একজন পুলিশের পরিপূর্ণতা পায়। পুলিশে যোগ দিয়ে মানবিকতার কাজ করা যায়। এছাড়া তিনি আরও বলেন শরীরের ঘামের বিনিময়ে পরিশ্রমের মাধ্যমে সফল হতে হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে হাজীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে হাজীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে মাদক বিরোধী বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি হাজীপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন হাজীপুর উচ্চ বিদ্যালয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)