নরুন্দি ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে শোক সভা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ছাইদুর রহমান \ 

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের সদ্য প্রয়াত নরুন্দি ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা, আব্দুস সালাম মেম্বার এবং ওয়ার্ড যুবদলের প্রয়াত সদস্য মিন্টু মিয়াসহ বিগত সময়ের বিএনপির প্রয়াত নেতাকর্মীদের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরুন্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে নরুন্দি স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে শুক্রবার ১১ জুলাই এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো: সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকছেদুর রহমান হারুন, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা  বেগম, জামালপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক। শোক সভায় সভাপতিত্ব করেন নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু সুফিয়ান কবির শিপন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)