বকশীগঞ্জে ভিডব্লিউবি প্রকল্পের লটারি অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

রাশেদুল ইসলাম রনি ।।

জামালপুরের বকশীগঞ্জে সরকারের ভিডব্লিউবি (VWB) প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার ৪ ইউনিয়নে আয়োজিত এই প্রক্রিয়ায় দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভিডব্লিউবি প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনের প্রথম ধাপের লটারি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর, ধানুয়া কামালপুর বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে এবং সাধুরপাড়া ইউনিয়নে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা এই লটারি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জান্নাতুন নাহার। প্রত্যেক ইউনিয়নের ইউপি সদস্য গণ্যমান্য ও সঞ্জয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

এতে বাট্টাজোর ইউনিয়ন পরিষদ: ৯২৭ জন আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে ৩৯৩ জন নির্বাচিত হয়েছেন। এছাড়াও, ৫০ জন অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।
ধানুয়া কামালপুর ইউনিয়ন: ৫৫৮ জন আবেদনকারীর মধ্যে ৩০৮ জন নির্বাচিত হয়েছেন এবং ৪০ জন অপেক্ষমাণ তালিকায় আছেন।
বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ: এখানে ৪৫৭ জন আবেদন করেছিলেন, যার মধ্যে লটারির মাধ্যমে ২১৫ জন নির্বাচিত হয়েছেন। ৩০ জন এই ইউনিয়নের অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।

এছাড়া সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের :এখানে ১২৪০ জন আবেদন করেছিলেন যার মধ্যে লটারি মাধ্যমে ৩৮৬ জন নির্বাচিত হয়েছেন ৭০জন এই ইউনিয়নের অপেক্ষা মান তালিকা রয়েছে।

বকশীগঞ্জের অন্যান্য ইউনিয়নেও পর্যায়ক্রমে এই লটারি অনুষ্ঠিত হবে। আগামী ১১ জুলাই শুক্রবার বগারচর ইউনিয়নে সকালে ১০ টায়, নিলক্ষিয়া ইউনিয়নে ১২ টায়, মেররচর ইউনিয়নে ২ টায় লটারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন, তাদের কাছে পৌঁছে দেওয়া। আমরা দেখেছি, অনেক সময় সুবিধাভোগী নির্বাচনে নানা প্রশ্ন ওঠে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ লটারি পদ্ধতির মাধ্যমে সুবিধাভোগী নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)