জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের রিয়াজ উদ্দিন মডেল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে আজ ৫ জুলাই শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয় ক্যাম্পাসে সকালে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জামালপুর জেলা শাখার আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেন। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ সারোয়ার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ১৩নং মেষ্টা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুস সামাদ ছানা, অগ্রণী ব্যাংক শাহবাজপুর জামালপুর শাখার ব্যবস্থাপক মোঃ সোহেল রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ১৩নং মেষ্টা ইউনিয়ন, ৫নং ওয়ার্ড শাখা ও মেষ্টা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শওকত আলী, কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রজব আলী এবং ১৩নং মেষ্টা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোছা: জুলেখা বেগম। প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন রিয়াজ উদ্দিন মডেল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ ফজলুল হুদা। অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন রিয়াজ উদ্দিন মডেল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ মাসুদ হাসান। এই আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন