জামালপুর সদর উপজেলার নান্দিনার দড়িহামিদপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমান মজনু আকন্দের পুত্র, নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সিরাতুল আমিন সিফাত ৪৪তম বিসিএসএ শিক্ষা ক্যাডার হিসেসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এজন্য পুরো পরিবারে এবং সমগ্র এলাকায় চলছে আনন্দের বন্যা। সিফাত নান্দিনা সরকারি পাইলট স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করার পর ভর্তি হন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে। সেখান থেকে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সিফাতের ছোট দুই বোন রয়েছে। তারা বর্তমানে ময়মনসিংহে পড়াশুনা করছে। সিফাতের আরেকটি পরিচয় হলো তিনি দড়িহামিদপুর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির আলী আকন্দের ভাতিজা। বিভিন্ন মহলের পক্ষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তিনি সকলের দোয়া প্রার্থী।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন