শেরপুরে চিফ জুডিশিয়ালকে মিষ্টি দিতে গিয়ে সাংবাদিক আটক

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।

৩১ জুলাই দুপুরে শেরপুর আদালত চত্বরে আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সামিউল ইসলাম সোহান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদের খাস কক্ষে প্রবেশ করে দুটি মিষ্টির প্যাকেট উপহার দিতে গেলে তৎক্ষণাৎ আদালতের নির্দেশে তাকে কোর্ট হাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ইন্সপেক্টর মো. জিয়াউর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, এক মামলার রায়ে সন্তুষ্ট হয়ে সোহান মিষ্টি নিয়ে ম্যাজিস্ট্রেটসহ স্টাফদের খুশি করতে চেয়েছিলেন, যা আদালত চলাকালে অনুচিত হিসেবে বিবেচিত হয়। পরে চার ঘণ্টা আটক থাকার পর তার পিতার জিম্মায় মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সামিউল ইসলাম সোহান আদালত এলাকায় দীর্ঘদিন ধরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও মামলাজট নিয়ে তদবিরে জড়িত ছিলেন। আদালতের পক্ষ থেকে তাকে ভবিষ্যতে অপ্রয়োজনে আদালত চত্বরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)