শেরপুর জেলা সদরের থানা মোড়ে জেলা যুবদল (একাংশ) কর্তৃক আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়দিন আগে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদর আসনের এমপি প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সানসিলা জেবরিন। সেই রাতে অনুষ্ঠিত ওই সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ৯টার দিকে পুরো সড়ক বন্ধ হয়ে যায়, ফলে থানা মোড়সহ আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এসময় অনেক সাধারণ মানুষ বিরক্তি প্রকাশ করে বলতে শোনা যায়— “এখনই যদি রাস্তা বন্ধ হয়ে যায়, এমপি হলে কী হবে?” ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও শেরপুর জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শেরপুর জেলা শাখার সভাপতি সুলতান আহমেদ ময়না। তিনি বিষয়টি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলে তীব্র প্রতিক্রিয়া জানায় কিছু ছাত্রদল ও যুবদল নেতাকর্মী।
শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল মন্তব্যে লেখেন, “তোমার মতো ময়না দালাল আওয়ামী লীগে থাকা উচিত ছিল, বাটপার।”
এছাড়া তিনি আরও কটূক্তি করে লেখেন, “থানার মোড়ে বড় গাড়ি চললো, তোমার মতো দালালের মোটরসাইকেল গেলো না, এই পতিত আওয়ামী লীগের দালাল ময়নাকে জুতার মালা উপহার দেওয়া উচিত।”
এ সময় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নাদিম দীর্ঘ মন্তব্যে ময়নাকে নিয়ে কটূক্তি করেন এবং যুবদল নেতা রুবেল লেখেন, “এগুলা উস্কানিমূলক ফালতুমি বাদ দেন মিয়া, ফাইজলামি করেন না মিয়া, বিরাট সাংবাদিক হয়ে গেছেন আপনি। আপনার কথায় বুঝতেছি, আপনার জ্বলতাছে।”
একজন দীর্ঘদিনের রাজপথের কর্মী, বিএনপির নিবেদিতপ্রাণ নেতা ও সাংবাদিকের প্রতি এ ধরনের অশ্রাব্য ভাষা ও মানহানিকর মন্তব্যে শেরপুরে নিন্দার ঝড় বইছে।
উল্লেখ্য, সুলতান আহমেদ ময়না শেখ হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলায় কারাভোগ করেছেন এবং দলের প্রায় প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এমন এক ব্যক্তিকে সামাজিক মাধ্যমে কটূক্তি ও অপমান করায় স্থানীয় সাংবাদিক মহল ও রাজনৈতিক সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
তারা বলেন, ভিন্নমত প্রকাশ করা মানেই শত্রু নয়। একজন সাংবাদিকের স্বাধীন মত প্রকাশের অধিকার আছে। এভাবে প্রকাশ্যে অপমান করা গণতন্ত্র ও সভ্য সমাজের জন্য লজ্জাজনক।
ঘটনাটির বিষয়ে কোন রকম অনাকাঙ্ক্ষিত আচরণ ও নিরাপত্তার জন্য প্রশাসনের সু নজর দৃষ্টি আকর্ষণ করেছেন সাংবাদিক সুলতান আহমেদ ময়না।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন