গতানুগতিক ধারার ভিন্নতা এনে নতুন যাত্রায় পথ ধরলো জেলার স্থানীয় অনলাইন পোর্টাল ও ডিজিটাল গণমাধ্যম Jamalpurnews24.com
২ জুলাই রাতে জামালপুর শহরের একটি রেস্তোরাতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই অনলাইন পোর্টাল।
একঝাঁক তরুণের সমন্বয়ে জেলাবাসীর প্রত্যাশা পুরোনে কাজ করবে প্রকাশক সোহেব হোসেন ও সম্পাদক সাইমুম সাব্বির শোভনের এই মাধ্যম। আর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দ্বায়িত্বে রয়েছেন সোহেল রহমান রিপন৷
ক্ষমতাকে প্রশ্ন করা সহ নানা অনিয়ম, দুর্নীতি সরাসরি তুলে ধরার মাধ্যম হিসেবে কাজ করবে বলে জানিয়েছে পোর্টালটির সম্পাদক সাইমুম সাব্বির শোভন।
জামালপুরের গুণী সাংবাদিক পত্রিকাটির প্রকাশক শোয়েব হোসেন সবার সহযোগিতার মাধ্যমে শক্তিশালীভাবে সত্যকে উপস্থাপনে এই পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যয় করেন৷
আনুষ্ঠানিকভাবে শুরুর এই ঘরোয়া আয়োজনে পরামর্শ দিয়েছেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সাংবাদিক ইউসুফ আলী, জাহাঙ্গীর সেলিম, মোস্তফা মঞ্জু ও আনোয়ার হোসেন মিন্টু, জাহাঙ্গীর আলম, আব্দুল আজিজসহ গুণী সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা৷
অনুষ্ঠানে পোর্টালটির সকল প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন