শেরপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, শেরপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় শহরের মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ রমজান আলী, মেসার্স রাবেয়া ফার্মেসী, নারায়নপুর, শেরপুর। এতে শেরপুর সদরসহ জেলার পাঁচ উপজেলার ঔষধ ব্যবসায়ীরা অংশ নেন। অনুষ্ঠানে পুরাতন কমিটির সদস্যরা নতুন কমিটির হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।
সভাপতি মোঃ রমজান আলী তাঁর বক্তব্যে বলেন, “ঔষধ ব্যবসা কোনো সাধারণ পেশা নয়, এটি সরাসরি মানুষের জীবন ও সুস্বাস্থ্যের সঙ্গে জড়িত। তাই আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে। অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ যাতে বাজারে না আসে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে মানুষের আস্থা অর্জন করে সেবামূলক মনোভাব নিয়ে ব্যবসা পরিচালনা করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
নবগঠিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মোঃ রমজান আলী (মেসার্স রাবেয়া ফার্মেসী, নারায়নপুর), সিনিয়র সহ-সভাপতি বাবু রঞ্জন কুমার সাহা (মেসার্স তারা মনি মেডিকেল হল, কালির বাজার), সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন (মেসার্স তালুকদার ফার্মেসী, তিনানী বাজার), সহ-সভাপতি শামিম আহাম্মেদ (মেসার্স মমিন মেডিকেল হল, নারায়নপুর) এবং অন্যান্য সদস্যরা হলেন বাবু লিটন রায়, মোঃ বাদশা মিয়া, এমদাউল ওয়াজীব শিশির, মোঃ ফুয়াদ আল জামিল চৌধুরী, বাবু পরিমল সাহা, মোঃ গোলাম কাদরিয়া মুক্তি, মোঃ সাইফুল ইসলাম সেলিম, ডাঃ মোঃ জাহিদ আনোয়ার, মোঃ মুকুল মিয়া, বাবু অরূপ সাহা, মোঃ মতিউর রহমান মোস্তফা, মোঃ শফিকুল ইসলাম তারা ও মোঃ মোশারফ হোসেন।
পরিচিতি ও মতবিনিময় সভায় নতুন কমিটি আগামী দিনে সুষ্ঠু ওষুধ ব্যবসা, ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন