জামালপুরের বকশীগঞ্জে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানাকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৫ আগষ্ট সোমবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনওর কর্মদক্ষতা তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা- উল- হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সাদিয়া আফরিন, উপজেলা ভেটেনারি সার্জন ডা. শাহরিয়া মাহমুদ আরমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আন্নিষা আফরিন, উপজেলা প্রকৌশলী শামসুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, উপজেলা আইসিটি অফিসার খাইরুল বাশার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল প্রমূখ। সভায় বক্তারা ইউএনও দাপ্তরিক কাজের বাহিরে ক্রীড়া ও সামাজিক কর্মের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা
পোস্ট করেছেন : দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সোমবার, আগস্ট ২৫, ২০২৫
0
share
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । পত্রিকাটি ২০১৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। The Daily Sotyer Sondhane Protidin -
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাশেদুর রহমান রাসেল
নির্বাহী সম্পাদক : মোঃ সাইদুর রহমান সাদী।
সহ-সম্পাদকঃ মোঃ আতাউর রহমান সানি।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক কুটামনি বানু হাজী সাহেবের বাড়ী, জামালপুর থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ইসলামপুর রোড (বাগানবাড়ী), জামালপুর থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মায়ের আঁচল মার্কেট, কুটামনি (দামেশ্বর ঘুন্টি রেল ক্রসিং সংলগ্ন), সরিষাবাড়ী রোড, জামালপুর।
মোবাইল:
০১৯০১-৪৫০৫০০ (সম্পাদক),
০১৯০১-৪৫০৫০১ (নির্বাহী সম্পাদক),
০১৯০১-৪৫০৫০৭ (সহ-সম্পাদক),
০১৯০১-৪৫০৫১১, ০১৯০১-৪৫০৫১২ (বার্তা বিভাগ),
০১৯০১-৪৫০৫১৩, ০১৯০১-৪৫০৫১৪ (সার্কুলেশন বিভাগ), ০১৯০১-৪৫০৫১৫, ০১৯০১-৪৫০৫১৬ (বিজ্ঞাপন বিভাগ),
ই-মেইল : dssprotidin2014@gmail.com
আপনি হয়ত পছন্দ করবেন
আরও দেখানজামালপুর

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন