“২০১৮-২০২৪” কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ শেরপুর জেলা শাখা। শনিবার বিকালে শেরপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আজকের এই শিরোনামটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ১৮ সালে কোটা বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। সেই কোটা বাতিল হয়েছিল তখন, ২৪ সালে সেই কোটা ফেরত আনার চেষ্টা করলে আবার আন্দোলন শুরু সেই আন্দোলন হাসিনার পতন নিশ্চিত করে। আমরা গত ৭ বছর হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলো। এই দেশের তরুণদের সংগঠিত করেছিলো, সেই তরুণরাই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর শেরপুর জেলার আগের চলে চিত্র পরিবর্তন হয় নাই। এখানে আওয়ামিলীগ রাজত্ব করতো এখন অন্য একটা দল রাজত্ব করে। আগে এই এলাকার সীমান্তে অবৈধ চুরি চালানের সাথে জড়িত ছিলো আওয়ামিলীগ এখনও প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক কিছু নেতাকর্মীরা এসবের সাথে জড়িত। জুলাই গণঅভ্যুত্থানের পরও শেরপুরের সামীন্ত এলাকায় অবৈধ চুরি চালানের ব্যবসা বন্ধ হয়নি। শেরপুরের গারো পাহাড়ে অবৈধ পাথর এবং বালু উত্তোলন করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে দেখা গেছে সব দলের ঐক্য হয়েছে, মিল মিশে সবাই ভাগবাটোয়ারা করছে, প্রশাসন কিছুই বলে না। আওয়ামিলীগের আমলের দখলদারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি চলমান রয়েছে, পরিবর্তন হয়েছে শুধু হাতের। আওয়ামিলীগের অবৈধ ভাবে আয়ের পথ এখনও বন্ধ হয়নি বরং একটি রাজনৈতিক দল সেই আয়ের উৎসের দেখবাল করছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও এসব কোন ভাবে মেনে নেওয়া যাওয়া না। গণঅধিকার পরিষদ চাঁদাবাজ, দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। আওয়ামিলীগ জুলাই গণঅভ্যুত্থানে দেশে নৃশংস হত্যাকান্ড চালিয়েছিলো। শুধু জুলাই গণঅভ্যুত্থানে নয় বিগত ১৫ বছরে দেশে গুম খুন করেছিলো আওয়ামিলীগ। প্রশাসনকে দলীয় ভাবে ব্যবহার করে একদলীয় শাসন কায়েক করতে চেয়েছিলো। জুলাই আন্দোলনেও মানুষকে হত্যা করে অবৈধ ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিলো। জনগনের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলো ফ্যাসিস্ট হাসিনা। যে আওয়ামিলীগ দেশে গণহত্যা চালিয়েছিলো তাদেরকে বিচারের আগে কোন ভাবে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে আওয়ামিলীগ কে ফেরাতে দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বিচারের আগে আওয়ামিলীগ কে কোন ভাবে নির্বাচন করতে পারবে না। আওয়ামিলীগ দেশে গত ১৫ বছর দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলো। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর বিডিআর হত্যাকান্ড, শাপলা হত্যাকান্ড, গুম খুন সহ এমন কোন অপকর্ম নেই যা আওয়ামিলীগ করে নাই। ৭২ এর পর শেখ মুজিব বাংলাদেশে বাকশাল কায়েম করেছিলো। শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিলো বাংলাদেশে। জনগণ সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল। ভবিষ্যতে বাংলাদেশে আর কাউকে ফ্যাসিবাদ হতে দেওয়া হবে না। প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, ২০১৮ কোটা সংস্কার আন্দোলনই এদেশের তরুণদের উজ্জীবিত করে। যখন আওয়ামী লীগের পতনের আশা বড় বড় রাজনৈতিক দল ও নেতারা ছেড়ে দিয়েছিলো, তখন গণঅধিকার পরিষদ আওয়ামী লীগ ও হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশের রক্তচক্ষু ও বুলেট উপেক্ষা করে হাসিনা পতন আন্দোলনের দাবানল জ্বালান। তারই ধারাবাহিকতায় ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন ঘটে। যেই ২০১৮ কোটা সংস্কারই ২০২৪ জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করেছে সে ইতিহাসকে জুলাই ঘোষণা পত্রে অবজ্ঞা করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ শেরপুর জেলা শাখার আহবায়ক আরিফ আহমেদ, সদস্যসচিব শামসুজ্জামান শিবলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সোহাগ, কাজী হায়াৎ, মনিরুজ্জামান মনির, এডভোকেট এনামুল, ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ সভাপতি, দূর্জয় হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান সরকার, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ওয়াজকুরুনি প্রমুখ।
শেরপুরের সামীন্ত এলাকায় অবৈধ চুরি চালানের ব্যবসা বন্ধ হয়নি ------------ আবু হানিফ
পোস্ট করেছেন : দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
শনিবার, আগস্ট ১৬, ২০২৫
0
share
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । পত্রিকাটি ২০১৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। The Daily Sotyer Sondhane Protidin -
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাশেদুর রহমান রাসেল
নির্বাহী সম্পাদক : মোঃ সাইদুর রহমান সাদী।
সহ-সম্পাদকঃ মোঃ আতাউর রহমান সানি।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক কুটামনি বানু হাজী সাহেবের বাড়ী, জামালপুর থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ইসলামপুর রোড (বাগানবাড়ী), জামালপুর থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মায়ের আঁচল মার্কেট, কুটামনি (দামেশ্বর ঘুন্টি রেল ক্রসিং সংলগ্ন), সরিষাবাড়ী রোড, জামালপুর।
মোবাইল:
০১৯০১-৪৫০৫০০ (সম্পাদক),
০১৯০১-৪৫০৫০১ (নির্বাহী সম্পাদক),
০১৯০১-৪৫০৫০৭ (সহ-সম্পাদক),
০১৯০১-৪৫০৫১১, ০১৯০১-৪৫০৫১২ (বার্তা বিভাগ),
০১৯০১-৪৫০৫১৩, ০১৯০১-৪৫০৫১৪ (সার্কুলেশন বিভাগ), ০১৯০১-৪৫০৫১৫, ০১৯০১-৪৫০৫১৬ (বিজ্ঞাপন বিভাগ),
ই-মেইল : dssprotidin2014@gmail.com
আপনি হয়ত পছন্দ করবেন
আরও দেখানরাজনীতি
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন