জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়ির পাশে জলপাই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাম আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার সীমার পার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লাম আক্তার বকশীগঞ্জ পৌরসভার সীমার পার এলাকার মো. শহিদুল্লাহ দিপু ও শাপলা আক্তারের মেয়ে। সে উপজেলার উলফাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে প্রাইভেট পড়ার কথা বলে লাম আক্তার বাড়ি থেকে বের হয়। পরে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর তাকে নিজ বসতঘরের দক্ষিণ পাশে একটি জলপাই গাছের ডালে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, পড়াশোনা ও মোবাইল ফোন ব্যবহার নিয়ে মা-বাবার সঙ্গে মনোমালিন্য হয়েছিল লাম আক্তারের। ধারণা করা হচ্ছে, এ থেকেই সে মানসিক অস্থিরতায় তার এই সিদ্ধান্ত হতে পারে। এ বিষয়ে বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারন জানার চেষ্টা চলছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন