শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সুলতান আহমেদ ময়না (শেরপুর প্রতিনিধি)

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল বর্ণাঢ্য র‌্যালী, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার  বিকেলে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের রঘুনাথ বাজার  জেলা বিএনপির কার্যালয়ের সামনে  থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে বিএনপি'র কার্যালয়ে সমাবেশ স্থলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে  আহবায়ক মোঃ মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে  ও সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ  এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেরপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার সনসিলা জেব্রিন প্রিয়াঙ্কা। সকল নেতাকর্মীদের উজ্জীবিত করতে সবাইকে অবাক করে বৃষ্টিতে ভিজেই মিছেলের অগ্রভাগের স্বশরীরে নেতৃত্ব দেন প্রধান অতিথি ও শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ। সে সময় আরো উপস্থিত ছিলেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম সানি সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বিএনপি অফিস কার্যালয়ে পাশে ও শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)