মোঃ আতাউর রহমান সানি \
জামালপুর সদর উপজেলায় আজ ১৮ আগস্ট সোমবার ৩০০ জন কৃষকের মাঝে লেবুর চারা ও জৈব সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। প্রতিটি কৃষককে ৫টি করে লেবুর চারা ও ১০ কেজি করে জৈব সার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেবুর চারা ও জৈব সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ এমদাদুল হক বলেন, লেবু চাষ সম্প্রসারণ এবং কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জৈব সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনে কৃষকরা আরও উৎসাহিত হবেন। উল্লেখ্য, কৃষি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন