শেরপুরে ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ ১জন গ্রেফতার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।
গত ১৭ আগস্ট ২০২৫ রোববার পুলিশ সুপার আমিনুল ইসলাম শেরপুরের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় আমদানী নিষিদ্ধ মদ উদ্ধার করেছে। এসময় একজনকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাত ৭টা ৪৫ মিনিটে নালিতাবাড়ী থানার শেখেরকুড়া এলাকায় জনৈক মোঃ নজরুল ইসলামের বসতবাড়ীর পাশে মৃত সাগর আলীর কবরের নিকটে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মোঃ নজরুল ইসলাম (৪৩), পিতা মৃত মোকছেদ আলী, মাতা নূরজাহান বেগম, সাং-শেখেরকুড়া (বারমারী), থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর।
অভিযানে তিনটি বস্তা ভর্তি মোট ৬০ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ মদ জব্দ করা হয়। এর মধ্যে ICONIQ WHITE ব্র্যান্ডের ৫৬ বোতল এবং ROYAL GREEN ব্র্যান্ডের ৪ বোতল রয়েছে। উদ্ধারকৃত মদের প্রতিটি বোতলের ধারণক্ষমতা ৭৫০ মিলিলিটার। বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত নজরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)