বকশীগঞ্জে অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস করল প্রশাসন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে মেরুরচর ইউনিয়নের আইরমারী দশানী নদী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।
অভিযানে একটি ড্রেজার মেশিন ধ্বংসের পাশাপাশি প্রায় পাঁচ শত ফুট প্লাস্টিকের পাইপ জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বকশীগঞ্জ থানার এসআই আনিস, এএসআই জলিলসহ পুলিশের একটি দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)