শেরপুরে সংবাদ সম্মেলন: কবরস্থানের রাস্তা দখলের অভিযোগ মিথ্যা দাবি মোশারফ হোসেনের

মোঃ সাইদুর রহমান সাদী
0


সুলতান আহামেদ ময়না, শেরপুর প্রতিনিধি।।   

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের কবরস্থানের রাস্তা দখল করে ঘর নির্মাণ এবং ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির সদস্য হওয়ার অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মোঃ মোশারফ হোসেন।

শনিবার দুপুর ১২টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি একজন সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিরত অবস্থায় কোনো রাজনৈতিক দলের কমিটির সদস্য হওয়া আইনগতভাবে অপরাধ। সুতরাং আমি কখনোই আওয়ামী লীগের কোনো কমিটির সদস্য ছিলাম না।”

তিনি জানান, বিভিন্ন মালিকের কাছ থেকে যথাযথভাবে রেজিস্ট্রিকৃত ও নামজারিকৃত মোট ২৫.৬৯ শতাংশ জমি তিনি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। এর মধ্যে ২০১৯ সালে মোঃ হাফিজ উদ্দিনের কাছ থেকে ৫.৬৯ শতাংশ এবং ২০২০ সালে আকলিমা খাতুনের কাছ থেকে ১৯ শতাংশ জমি ক্রয় করেন। অতিরিক্ত ১ শতাংশ জমি মিলিয়ে মোট ২৫.৬৯ শতাংশ জমি তার মালিকানায় আসে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “কবরস্থানে যাতায়াতের সুবিধার্থে ২০২০ সালের জুলাই মাসে বাছের উদ্দিনের কন্যা আলেছা বেগমের ছেলেদের নিকট থেকে কবরস্থানের নামে ৪ শতাংশ জমি ক্রয় করে রাস্তা নির্মাণ করা হয়। এ রাস্তা দিয়ে গত চার বছরে প্রায় ২০ থেকে ২৫টি লাশ দাফনের জন্য নেওয়া হয়েছে। অথচ বর্তমানে সেই রাস্তা নিয়েই আমার বিরুদ্ধে অবান্তর অভিযোগ করা হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের নভেম্বর মাসে বাছের উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম ও তার পরিবার স্থানীয় কিছু অসাধু ব্যক্তির সহায়তায় জোরপূর্বক ওই রাস্তা দখল করে নেয়।

মোশারফ হোসেন আরও বলেন, “অতএব কবরস্থানের রাস্তা দখল করে আমি ঘর নির্মাণ করেছি—এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি শেরপুরের সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আবেদন জানান, ১১৫৩ নং দাগে বাছের উদ্দিনের নামে যে জমি রয়েছে তা পরিমাপ ও সীমানা নির্ধারণের মাধ্যমে কবরস্থানের রাস্তার স্থায়ী সমাধান করা হোক।

সংবাদ সম্মেলনের শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)