নান্দিনা বাজার এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক \ 

জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা বাজার এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। চোরের হাত থেকে বাসা বাড়ী, দোকানপাট ও মসজিদের মাইক, দান বাক্সের টাকা এবং থাই জানালাও আজ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। গত ২৯ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ চলাকালে নান্দিনা মেডিকেল রোডে অবস্থিত রাশেদ (ষ্পেন প্রবাসী) বাসার নিচতলার দুটি জানালার থাই গ্লাস খোলে নিয়ে গেছে চোরের দল। এছাড়াও একই বসতবাড়ীর শাহাদত হোসেন খোকার বাসার থাই জানালা খোলে নেয়ার চেষ্টা করা হয়। গত কয়েকদিন আগে নান্দিনা পশ্চিম বাজার বাদেচান্দি এলাকার একটি জামে মসজিদের থাই জানালা খোলে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। বাদেচান্দি অনন্তবাড়ী জামে মসজিদের দান বাক্স খোলে সেখান থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। মাদক নেশাখোরের দল মাদকের টাকা জোগার করতেই বাসাবাড়ীতে এমন চুরি, চামারি শুরু হয়েছে বলে অনেকেই বলেছেন। এসব ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)