শেরপুরে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


সুলতান আহমেদ ময়না (শেরপুর প্রতিনিধি)

শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার “অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন।

পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ইউএনডিপি বাংলাদেশ প্রকল্প পরিচালক মোঃ কামাল হোসেন। স্বাগত বক্তব্য ও সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান প্রিন্স।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক কাকন রেজা, জেলা আদালতের গভর্নমেন্ট প্রসিকিউটর অ্যাডভোকেট আলহাজ্ব খন্দকার মাহবুবুল আলম রকীব, এজিপি অ্যাডভোকেট রেজওয়ান, এডিপি অ্যাডভোকেট রওশনারা বেগম, বাংলাদেশ ভূমি অফিসারস কল্যাণ সমিতির শেরপুর জেলার সভাপতি মোঃ নেজামুল হক এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম কর্মশালায় বিশেষ বক্তব্য রাখেন।

কর্মশালায় জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। শেরপুর সদর, নালিতাবাড়ী, শ্রীবরদী, ঝিনাইগাতী ও নকলা উপজেলার কর্মকর্তা-সমূহ “অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন” বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন এবং কার্যকর ভূমি সেবার গুণগত মান বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

কর্মশালাটি জেলার কর্মকর্তা ও কর্মকর্তাদের মধ্যে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)