শেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিক খোরশেদ আলম হত্যা চেষ্টা মামলার মূল আসামি ও কুখ্যাত মাদক কারবারি ‘রাসেল বাহিনীর প্রধান’ রাসেলসহ ৬ জনকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকা থেকে রাসেলকে আটক করে ঝিনাইগাতী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল মদ জব্দ করা হয়। রাসেলের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও সাংবাদিকের ওপর হামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
একই রাতে পৃথক অভিযানে সাকিব, সেলিম, শাহাদাত ও আরমান নামে আরও চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫ বোতল মদ ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
এছাড়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা মো. মনির হোসেন নামে আরেক মাদক কারবারিকে আটক করে থানায় সোপর্দ করে।
ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি রাসেলসহ মাদক কারবারিদের আটক করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মো. আশরাফুল আলম রাসেল মাদক ও চোরাচালান দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পরই এ অভিযান পরিচালনা করা হয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন