শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্ক, ফসলের ক্ষতি – উদ্বিগ্ন গ্রামবাসী

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় আবারও বন্যহাতির দল লোকালয়ে নেমে আসায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। গত চার দিন ধরে নলকুড়া ও কাংশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৪০ থেকে ৪৫টি বন্যহাতি খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিনই উৎসুক মানুষ হাতি দেখতে ভিড় জমাচ্ছে, যা যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যাকুড়া, হলদিগ্রাম, গুমড়া, রাংটিয়া, ছোট ও বড় গজনীসহ সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হাতির দলটি দিনের বেলা টিলায় ঘোরাফেরা করলেও বিকাল গড়িয়ে এলে লোকালয়ে প্রবেশ করে। গ্রামবাসী মশাল জ্বালিয়ে ও হৈচৈ করে হাতিগুলোকে পাহাড়ে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন।
এতে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সন্ধ্যাকুড়া গ্রামের কৃষক দেলোয়ার জানান, “বুধবার রাতে হাতির দল আমার ২৫ শতাংশ ধানের জমি নষ্ট করেছে।” গুমড়া গ্রামের সাব্বির বলেন, “আমার বরবটি ও বেগুন ক্ষেত হাতি পায়ে মাড়িয়ে ফেলেছে।”
এ বিষয়ে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, “হাতির খাবারের জন্য সুফল বাগান তৈরি হয়েছে। সেখানে লতাপাতা খেয়ে তারা টিকে আছে। পাশাপাশি গারো পাহাড়ের প্রতিটি বিটে দুই হাজার করে কলাগাছ রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে হাতির খাবারের সংকট কমবে।” তিনি আরও জানান, বন বিভাগ ও ইআরটি দল সার্বক্ষণিক চেষ্টা করছে হাতির দলকে নিরাপদে জঙ্গলে ফেরাতে।
এদিকে এলাকাবাসী বলছেন, প্রতিনিয়ত বন্যহাতির আক্রমণে ফসলের ক্ষতি হওয়ায় তারা আর্থিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত স্থায়ী সমাধান না হলে এ সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)