জামালপুরের বকশীগঞ্জে সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা ও বাাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মামুনুর রশিদের বিরুদ্ধে বেসরকারি ব্রাইট স্কুলের প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন কর্তৃক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩১ আগস্ট রোববার সকালে বাাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষর্থীদের আয়োজনে বাাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী'রা। এসময় বক্তব্য, রাখেন বাাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহরিয়া সুমন, তামিম তালুকদার, নাসীর উদ্দিন, রেজাউল করিম, রোমান নীলাসহ আরো অনেকেই। এসময় বক্তারা বলেন, বাাট্টাজোড়ে অবস্থিত বেসরকারি ব্রাইট স্কুলের প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন কর্তৃক সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা ও বাাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মামুনুর রশিদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি, সেই সাথে বেসরকারি ব্রাইট স্কুল ৪৮ ঘন্টার মধ্যে বন্ধ না করা হলে কঠোর অন্দোলনের হুশিয়ার দেন বক্তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। উল্লেখ্য যে, ১৩ আগস্ট বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ মাসুদ রানা একাডেমি নীতি মালা লঙ্ঘনের কারণে বাট্টাজোড় জিন্নাহ বাজারে অবস্থিত ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বন্ধ বন্ধের নির্দেশ দেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন