জামালপুরের বকশীগঞ্জে ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন সিরাজী-এর বিরুদ্ধে নিজ স্বার্থ হাসিলের জন্য কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধন ও বিক্ষোভ করানোর অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে এই কাজ করায় নৈতিকতা ও শিশু অধিকারের চরম লঙ্ঘন হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
ব্রাইট স্কুলটি বন্ধের মূল কারণ হলো একাডেমিক নীতিমালা লঙ্ঘন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে নিকটবর্তী অন্য একটি স্কুল থেকে ন্যূনতম দুই কিলোমিটার দূরে স্থাপন করতে হয়। কিন্তু ব্রাইট স্কুলটি নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের মাত্র ১৫০ গজের মধ্যে অবস্থিত, যা এই নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। এই কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্কুলটিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের এই নির্দেশের প্রতিবাদে ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন সিরাজী শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করে মানববন্ধন করিয়েছেন। এটি অত্যন্ত উদ্বেগজনক, কারণ শিশুরা রাজনীতি বা জটিল সামাজিক প্রতিবাদের অর্থ বোঝে না। তাদের এমন পরিস্থিতিতে ব্যবহার করা হলে তা তাদের ভবিষ্যৎ মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে মনে করছেন অনেকেই।
এ বিষয়ে নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ সিদ্দিকী বলেন, "শিক্ষার্থীরা মনে করছে ব্রাইট স্কুল বন্ধ হওয়ায় তাদের পড়াশোনার ক্ষতি হবে। কিন্তু ব্রাইট স্কুলের রেজিস্ট্রেশন করার কোনো ক্ষমতাই নেই। পরিচালক টাকার বিনিময়ে অন্যান্য স্কুলের সঙ্গে চুক্তি করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করিয়েছেন। ফলে, তাদের পড়াশোনার কোনো ক্ষতি হবে না; তারা যে স্কুলে নিবন্ধিত, সেখানেই পড়াশোনা করতে পারবে।"
প্রধান শিক্ষক আরও প্রশ্ন তোলেন, যার রেজিস্ট্রেশন করার এখতিয়ার নেই, তিনি কীভাবে একটি স্কুল চালাচ্ছেন? এটি কেবল শিক্ষার্থীদের নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার সঙ্গে প্রতারণা।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব সরকার বলেন,সকলের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। প্রশাসনের সিধান্ত না মেনে এভাবে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধন ও বিক্ষোভ করানো ঠিক হয়নি।এই বিষয়ে ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন সিরাজীর সঙ্গে বার বার মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, একাডেমিক নীতিমালা লঙ্ঘনের কারণে ব্রাইট স্কুলটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অফিসিয়ালি গত ২০ আগস্ট আমি বকশিগঞ্জ হতে অবমুক্ত হয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিসে যোগদানরত। শিক্ষা মন্ত্রণালয় হতে পাঠদানের অনুমতি নিয়ে যে কোন স্কুল চলতে পারে। পাঠদানের অনুমতিবিহীন ব্রাইট স্কুলের মানববন্ধন নিয়ে মিথ্যা সংবাদগুলোর কোন ভিত্তি নেই।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন